Wednesday, April 13, 2011

Free Joining CLUB ASTERIA

আমি যে সাইটটির কথা বলব সে সাইটটি আমি প্রায় ১ বছর যাবৎ অনলাইনে দেখতেছি। কিন্তু গত দুই মাস যাবৎ সাইটিকে আমি নিবীড় পর্যবেক্ষেন করতেছি। ইতিমধ্যে 40$ ইনভেষ্ট করেছি। মুলত ইনভেষ্ট করতে হয় ২৫০$ মানে আপনার ২৫০ টি এ্যাস্টোরিস থাকবে ( রেফারেলের মত্‌ই একটা কিছু, গ্রিক ভাষা থেকে এর উৎপত্তি) ।
আমাকে মূলত গাইড করে আমার ইন্ডিয়ান দাদা, সে প্রতি মাসে 700 ডলার করে পাচ্ছে।
প্রতি সপ্তাহে কমিশন পাওযা য়ায়। দিন যাবে আর ইনকাম বাড়তে থাকবে। এটা হচ্ছে লাইফ টাইম ইনকাম। ক্ষুদ্র পরিসরে বিস্তারিত বলা সম্ভব নয়। সাইটটি কানাডিয়ান সাইট, মূলত একটা সেবা সংস্থা। সাইটের এ্যডমিন ১৯৭৯-১৯৮৪ এই পাঁচ বছর ওয়ার্ল্ড ব্যাংকে ডাইরেক্টর ছিলেন। বিশ্ব ব্যাপী এদের বিভিন্ন কার্যক্রম আছে।। সাইটটি থেকে প্রতি মাসে আপ টু ১ লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং এটা প্রমাণিত। সাইটটি থেকে প্রচুর পরিমাণ ইনকামের সুযোগ রয়েছে।
মুলত ইনভেষ্ট, সাথে কিছু কাজ আছে ইমেল মার্কেটিং, ডাউনলোড , নিউজ রিড ইত্যাদি, আসলে সব জায়গায়ই বুদ্ধি খাটাতে হয় শুধু ইনভেষ্ট করলে ইনকাম হবে তবে আস্তে আস্তে ।। আপনি ২০ ডলার ইনভেষ্ট করে ইচ্ছে করলে একদিনে ১০০ ডলারও ইনকাম করতে পারবেন টেকনিক খাটাতে হবে। আমার প্রথম সাত দিনে ইনকাম হয়েছিল ২৩ সেন্ট লোল, কিন্তু একদিনেই ইনকাম করেছিলাম ৩৬ ডলার।। তবে ইনভেষ্ট করলে কোন কাজ না করলেও ৭ দিন পর পর ইনকাম বাড়তে থাকবে। চেইন রিএ্যকশনের মত।
আপনি একসাথে ২৫০ ডলার ইনভেষ্ট করতে না চান তবে প্রতি মাসে ২০ ডলার করারও অপশন আছে। যা আমি করছি। তবে আমার ধারনা আপনি আমার চেয়ে বেশী ইনকাম করতে পারেন।আগে আপনি সিদ্ধান্ত নেন তারপর আমাকে ৩ ঘন্টা সময় দিবেন। মিনিমাম ক্যাশ আউট ১০ ডলার।
ইন্ডিয়াতে তাদের ৪ টি অফিস কিন্তু আমাদের দেশে একটিও নেই থাকবেই বা কেন আমাদের দেশের মাত্র একজন মেম্বার ২৫০ ডলার ইনভেষ্ট করছে । আর ইন্ডিয়ার কয়েক হাজার জন করেছে।
আর আমি কিছুই না। আমাকে মুলত গাইড করে কলকাতার এক দাদা আছে উনি। সে নেটওয়ার্ক ডিইরেক্টর । সাইটটির নেটওয়ার্ক ডাইরেক্টরে এ গেলে ২/৩ নং পেজে অরজিত চৌধুরী নামে একজন কে দেখতে পাবেন উনিই আমার দাদা। চট্রগ্রামের এক ভাদ্রলোক আছেন উনি ২৫০$ ইনভেষ্ট করেছে, প্রথম বাংলাদেশী ইনভেস্টর। সাইটিটর সার্ভার চেঞ্জ করবে । তই এখন খুব স্লো।25$ ইনভেষ্ট করছিলাম ৩৬ ডলার পেয়েছি ফর টেষ্টিং। মুলত ইনভেষ্ট করতে হয় ২৫০ ডলার। খুব তাড়াতড়ি করে ফেলব।
এখন পর্যন্ত সাইটটির বিরুদ্ধে কোন লিখা পাইনি।সাইটি সম্পর্কে গুগল থেকে বিস্তারিত জানেন। কোন তথ্য পেলে আমাকে জানাবেন কেমন। সাইটটি থেকে লাইফ টাইম আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে।( আপ টু ১ লাখ পার মান্থ) তবে ধৈর্যের প্রয়োজন। সাইটটির এডমিন এ্যন্ড্রু লুকাস ( ১৯৭৯-১৯৮৪) এই পাঁচ বছর ওয়ার্ল্ড ব্যাংকের ডাইরেক্টর ছিলেন। বেশ কিছু জনপ্রিয় বইয়ের লেখক সে। আরও অনেক তথ্য আছে। এবং যাবতীয় তথ্য প্রমাণ আমার কাছে আছে আরও তথ্য খুঁজছি। গুগলে এ্যান্ড্রু লুকাস দিয়ে সার্চ দেন।
এটা আমার নিজের রেফারেল লিঙ্ক – http://www.club-asteria.com

Source:http://www.blog.techtodaybd.com/archives/8238

No comments:

Post a Comment