Wednesday, May 11, 2011

Forex Trading শিখুন


অনেকে দেখলাম FOREX trading শিখতে আগ্রহী। আমি forex trading করি গত ছয় মাস ধরে । ফোরেক্স খুবই ঝুকিপূর্ণ জায়গা। এখানে আগে শিখতে হবে এরপর trading করতে হবে । আমি ১০০$ ইনভেসট করে ৫০০$ আয় করেছি।
Forex Trading শেয়ার মার্কেটের মত। এখানে অনেক Broker house or Website আছে। সব সাইট ভাল না। কিসু ভুয়া সাইট আছে।

আমি যে সাইট এ ট্রেডিং করি সেটি মোটামুটি ভাল ।


লিংক


সব সাইটে প্রায় একই রকম। আপনাকে শুরুতে Registration করতে হবে।

এরপর software Download করে নিবেন।


এরপর লগিন করলে দেখবেন



EUR/USD buy 1.4270 sell 1.4267


এরকম অনেক পেয়ার আছে GBP/USD , USD/CHF, USD/JPY , USD/CAD etc



যেমন BDT/USD হলে


BDT/USD buy 71.23 Sell 71.10



BUY and SELL এর মাঝে ডিফারেন্স হল Broker house এর চার্জ।



কিভাবে trading করবেন


আপনি EUR/USD 1.4270 তে BUY দিলেন


যদি EUR/USD 1.4270 থেকে বেড়ে 1.4280 হয় তাহলে আপনার লাভ।


আর যদি 1.4270 থেকে কমে যায় তাহলে লস।


অপরদিকে

আপনি EUR/USD 1.4270 তে SELL দিলেন
যদি EUR/USD 1.4270 থেকে কমে 1.4260 হয় তাহলে আপনার লাভ।

আর যদি 1.4270 থেকে বেড়ে যায় তাহলে লস।


পিপ/PIP


পিপ হল currency trading এর small unit.


ধরেন EUR/USD কিনলেন 1.4370 এ , একটু পরে দাম বেড়ে 1.4380 হল


তাহলে


1.4380-1.4370= .0010 = 10 pip



লেভারেজ/leverage


লেভারেজ হল RISK LIMIT.

Different platform এ different leverage allow করে
Normally 1:500

ধরেন আপনি 10$ diye 100% risk or leverage e EUR/USD buy করলেন এবং 100 pip বেড়ে গেল , তাহলে আপনি 10$ invest e 10$ লাভ পাবেন।



আর যদি 100 PIP কমে যায় তাহলে 10$ invest লস হবে।


ধরেন আপনি 10$ diye 25% risk or leverage e EUR/USD buy করলেন এবং 400 pip বেড়ে গেল , তাহলে আপনি 10$ invest e 10$ লাভ পাবেন।

আর যদি 400 PIP কমে যায় তাহলে 10$ invest লস হবে।

কিন্তু SELL এর ক্ষেএে opposite.


INVEST করতে হবে PayPal/ Alert pay/ moneybookers etc দিয়ে।

No comments:

Post a Comment